Text size A A A
Color C C C C
পাতা

প্রকল্প

বরিশাল জেলায় চলমান উন্নয়ন প্রকল্পসমূহ :

 

বরিশাল জেলার উন্নয়ন প্রকল্পসমূহ প্রাণিসম্পদ অধিদ্পতর কর্তৃক পরিচালিত। বর্তমানে বরিশল জেলায় ৫ টি উন্নয়ন প্রকল্প চলমান

 

১। প্রকল্পের নাম : উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র (ইউ.এল.ডি.সি) স্থাপন প্রকল্প (০১-০৭-১১ হতে ৩০-০৭-১৭)।

    প্রকল্পের উদ্দেশ্য : নতুন ইউ.এল.ডি.সি ভবন স্থাপনের মাধ্যমে প্রাণিসম্পদ সেবার মান বৃদ্ধি করণ।

    অন্তভূক্ত উপজেলা : বাকেরগঞ্জ এবং উজিরপুর।

    কার্যক্রম : বাকেরগঞ্জ এবং উজিরপুরে নূতন ইউ.এল.ডি.সি ভবন নির্মান।

 

২। প্রকল্পের নাম : সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প

                       ( ০১-০৭-১২ হতে ৩০-০৬-১৭)

    প্রকল্পের উদ্দেশ্য : ভেড়া পালনে খামারী/ জনগণের সচেতনতা বৃদ্ধি করা ও উদ্যোক্তা তৈরীর মাধ্যমে

                           আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

    অন্তভূক্ত উপজেলা : বরিশাল সদর, বাকেরগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া, হিজলা এবং মেহেন্দিগঞ্জ।

    কর্যক্রম : প্রতি উপজেলায় ২০ ভেড়া খামারীকে ৫ দিনের প্রশিক্ষণ প্রদান।

 

৩। প্রকল্পের নাম : বীফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্প ( ০১-০৭-১৩ হতে ৩০-৬০-১৬)।

     প্রকল্পের উদ্দেশ্য : মাংসল জাতের গবাদি পশুর উন্নয়ন করে আমিষের পূরণ ও আত্ম-কর্মসংস্থান।

     অন্তভূক্ত উপজেলা : মেহেন্দিগঞ্জ।

     কার্যক্রম : বিদেশী ব্রাহমা মাংসল জাতের ষাড়ের বীজ দিয়ে দেশী গাভীকে প্রজনন করে অধিক মাংস উৎপাদনশীল

                  গবাদি সৃস্টি।

 

৪। প্রকল্পে নাম : ব্রীড আপগ্রেডেশন থ্রু প্রোজেনী টেস্ট প্রকল্প (৩য় পর্যায়ে), (০১-০৭-১৪ হতে ৩০-০৬-১৯)

    প্রকল্পের উদ্দেশ্য : উচ্চ জেনেটিক মান সম্পর্ন সুপিরিয়র প্রুভেন বুল উৎপাদন ।

    অন্তভূক্ত উপজেলা : বরিশাল জেলার সকল উপজেলা।

     কর্যক্রম : নির্বাচিত এলিট গাভী (যাদের দুধ উৎপাদন দৈনিক ২০ লি:) হতে ষাঁড় বাছুর সংগ্রহ করে তাদের প্রজেনি 

                  মূল্যায়ন পূর্বক সুপিরিয়র প্রুভেন বুল উৎপাদন ।

 

৫। প্রকল্পের নাম : প্রাণিপুষ্টি উন্নয়ন ও প্রযুক্তি হস্থান্তর প্রকল্প (২য় পর্যায়) (১৫-০৭-১৫ হতে ৩১-১২-১৭)

    প্রকল্পের উদ্দেশ্য : খামারি পর্যায়ে উন্তত জাতের উচ্চ ফলনশীল ঘাস চাষ সম্প্রসারণ, প্রযুক্তি হস্থান্তর ও প্রশিক্ষণের

                            মাধ্যমে দক্ষতা বৃদ্ধি।

    অন্তভূক্ত উপজেলা : গৌরনদী এবং বানারীপাড়া

    কার্যক্রম : প্রতিটি উপজেলায় ১০০ জন খামারীকে প্রশিক্ষন এবং প্রত্যেক খামারীকে ১ কেজি করে ভিটামি ও ৪টি

                  কৃমিনাশক ট্যালেট প্রদান। এছারা ১৫ খামরিকে ঘাষের প্লট স্থাপনে, ১৫ জনকে ইউএমএস ও ১৫ জনকে

                   সাইলেজ তৈরীতে সহায়তা প্রদান।