গবাদি পশুর দুধ উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উন্নত ফ্রিজিয়ান ষাড় ও অন্যান্য উন্নত দুধাল জাতের ষাড়ের বীজ দিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত শংকর জাতের উচ্চ দুধ উৎপাদনক্ষম বাছুর উৎপাদন এবং গো-মাংস বৃদ্ধির জন্য উন্নত ব্রাহমা জাতের বীজ দিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে মাংসল জাতের শংকর বাছুর উৎপাদন। মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য প্রশিক্ষণের মাধ্যমে খামারীদের দক্ষতা বৃদ্ধিকরণ, নূতন নূতন খামার সৃষ্টির জন্য খামারীর বাড়িতে উঠান বৈঠকের আয়োজন, ঘাস চাষ সম্প্রসার।। গবাদিপশুর-পাখির রোগ প্রতিরোধের জন্য টিকা প্রদান, অসুস্থ গাবাদিপশু-পাখির চিকিৎসা, রোগ অনুসন্ধানে নমুনা সংগ্রহ ও গবেষনাগরে প্রেরণ, ডিজিজ সার্ভিলেন্স। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের জন্য খামার/ ফিডমিল/ হ্যাচারী পরিদর্শন ও প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন আইন বাস্তবায়ন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS