Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

জেলা প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল, অত্র জেলার প্রাণিজ আমিষের চাহিদা পুরণের লক্ষ্যে গবাদিপশু ও হাঁসমুরগির উৎপাদন বৃদ্ধিসহ সংরক্ষণ, রোগ নিয়ন্ত্রণ ও জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলার ২৩ লক্ষ ৭৭১ জনসংখ্যার জন্য দুধ, মাংস এবং ডিমের চাহিদা যথাক্রমে ২.০৯ লক্ষ মে: টন, ১.০০ লক্ষ মে: টন এবং ২৪ কোটি। ২০১৬ ১৭ অর্থবছরে বরিশাল জেলায় দুধ এবং মাংস উৎপাদন হয়েছে যথাক্রমে ১.৫০ এবং ১.৩০ লক্ষ মে: টন:। ডিম উৎপাদন হয়েছে প্রায় ২০ কোটি।

বর্তমানে দুধ, মাংস ও ডিমের জনপ্রতি প্রাপ্যতা বেড়ে যথাক্রমে ১৭৮ মি.লি./দিন, ১৫৫ গ্রাম/দিন. ও ৮৭ টি/ বছর এ উন্নীত হয়েছে।